আমার ফেরেন্ড লিস্টে থাকা ফ্রেন্ডের সংখ্যা আরো সঙ্কুচিত করলাম, হুদাই হুদাই ফ্রেন্ডের সংখ্যা বৃদ্ধি করে কোনো ফায়দা নেই। বর্তমানে যারা আছেন তাদের মধ্যে পরীক্ষিত ফেরেন্ড মাত্র একজন। অনেক দিন পরে আগামী সপ্তাহে আবারো দেখা হবে তার সাথে। এমন ফেরেন্ড চাই আমি।